কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

২০২৩ সালে ধনীরা আরও ধনী হয়েছেন

post title will place here

বিশ্বের শীর্ষ ধনীরা এ বছর আরও ধনী হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। গণমাধ্যমটি শীর্ষ ৫০০ বিলিনিয়রের তালিকা প্রকাশ করে। এতে দেখা গেছে, তালিকায় স্থান পাওয়া ৭৭ শতাংশ বিলিনিয়রের সম্পদ ২০২৩ সালে বেড়েছে। তবে বাকি ২৩ শতাংশের সম্পদ কমেছে বা তা ক্ষতির শিকার হয়েছেন। বরাবরের মতোই শীর্ষ ধনীর তালিকায় প্রথমে রয়েছেন ইলন মাস্ক। এই ধনকুবেরের সম্পদের পরিমাণ এখন ২৩৫ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ জানিয়েছে, এ বছর মাস্কের সম্পদ বেড়েছে ৯৮ বিলিয়ন ডলার। ১৭৮ বিলিয়ন ডলার নিয়ে বর্তমানে তৃতীয় অবস্থানে আছেন বেজোস। তার থেকে মাত্র এক বিলিয়ন ডলার বেশি নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বার্নার্ড আর্নল্ট। এদিকে মাস্কের প্রতিদ্বন্দ্বী মেটার মালিক মার্ক জাকারবার্গের সম্পদ বেড়েছে এ বছর ৮৩ বিলিয়ন ডলার। জাকারবার্গের সম্পদের পরিমাণ ১২৮ বিলিয়ন ডলার। ধনীর তালিকায় এখন তিনি ছয় নাম্বারে।


Magazine