কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গাজায় ইসরাঈলী আগ্রাসনে নিহত ৩৩ মুসলিম, আহত ১৯০

post title will place here

ফিলিস্তীনের অবরুদ্ধ গাজায় ৫ দিন ধরে চলা ইসরাঈলী বাহিনীর বর্বরোচিত বিমান হামলা মিশরের মধ্যস্থতায় শেষ হয়েছে। ইয়াহূদীদের এমন আগ্রাসী হামলা সত্ত্বেও নীরব ভূমিকা পালন করেছে আরব ও অনারব মুসলিম দেশসমূহ। ফিলিস্তীনী স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাঈলী বাহিনীর এবারের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৩ ফিলিস্তীনী। এদের মধ্যে ৭ জন ফিলিস্তীনী স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের নেতা, বাকি সবাই বেসামরিক মুসলিম। নিহতদের মধ্যে রয়েছে ৬ শিশু ও ৩ জন নারী। এসব হামলায় অন্তত ১৯০ জন মুসলিম আহত হওয়ার পাশাপাশি ধ্বংস হয়েছে ফিলিস্তীনীদের কমপক্ষে ১০৫০টি বাড়ি। ইসরাঈলের এমন আগ্রাসনের জবাবে ফিলিস্তীনী প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদ (PIJ) ও হামাস পাল্টা রকেট হামলা চালিয়েছে। শত শত রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাঈলের রাজধানী তেল আবিবসহ বেশ কিছু এলাকা। পাশাপাশি নিহত হয়েছে ২ জন এবং আহত হয়েছে অন্তত ১০ জন ইয়াহূদী। এই রকেট হামলার ফলে গাজা শহরের নিকটবর্তী বসবাসকারী অন্তত ১২ হাজার ইয়াহূদী ভয়ে অন্যত্র পালিয়ে যায়। এছাড়াও এসব রকেট হামলায় ইসরাঈলের একটি জ্বালানি কোম্পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। এমনকি হামলার জেরে বন্ধ করে দেয়া হয় ইসরাঈলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন। এমন নাজুক পরিস্থিতিতে মিশরের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে পৌঁছায় ইসরাঈল। ফিলিস্তীনী স্বাধীনতাকামী দলগুলো নিজেদের সাধ্যমতো তীব্র প্রতিরোধ গড়ে তোলার কারণেই যুদ্ধ বিরতিতে যেতে বাধ্য হয় ইসরাঈল। শুধু এই চলতি বছরেই এখন পর্যন্ত প্রায় ছয় মাসে দুই শতাধিক ফিলিস্তীনী মুসলিমকে খুন করেছে ইয়াহূদীরা। পাশাপাশি লাঞ্ছিত হয়েছে অসংখ্য মুসলিম নারী এবং ইয়াতীম হয়েছে অসংখ্য মুসলিম শিশু।


Magazine