সিরিয়ায় ২০১১ সাল থেকে চলে আসা ১৩ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান হয় বাশার আল-আসাদ সরকারের পতনের মধ্যদিয়ে। বাশার আল-আসাদের পতনের পরে বিদ্রোহী গোষ্ঠীগুলো নিজেদের রণক্লান্ত ঘোষণার পর ইচ্ছা পোষণ করে দেশে শান্তি, স্থিতাবস্থা, উন্নয়ন ফিরে আসার। এতে মানুষ আশার আলো দেখতে পায় এবং দেশে ফিরতে শুরু করেন ভিন দেশে থাকা সিরিয়ান শরণার্থীগণ। পতনের পর, প্রথম তিন সপ্তাহে প্রতিবেশী দেশগুলো থেকে সিরিয়ায় ফিরে আসা শরণার্থীর সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। শুধু তুরস্ক থেকে প্রায় ৩০,৬৬৩ জন সিরিয়ান নিজ দেশে ফিরেছেন। রাষ্ট্র সংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক্স-এ শেয়ার করেছেন, সিরিয়ান শরণার্থীদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।