কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গাযায় ২৩৩ ইমামকে হত্যা করেছে দখলদার সেনারা

post title will place here

হামাস উৎখাত ও যিম্মী মুক্তির অজুহাতে টানা ২২ মাস ধরে গাযায় ইসরাঈলি আগ্রাসন অব্যাহত রয়েছে। প্রতিদিনই বেড়ে চলছে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ। নারী-শিশু, মসজিদ ও ধর্মীয় নেতা—কেউই রেহাই পাচ্ছেন না।

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে দখলদার বাহিনী গাযায় ২৩৩ জন ইমাম ও ইসলাম প্রচারককে হত্যা করেছে। ধ্বংস করেছে ৮২৮ মসজিদ এবং ক্ষতিগ্রস্ত করেছে আরও ১৬৭টি মসজিদ। একইসঙ্গে তিনটি চার্চ ধ্বংস ও ২১ জন ফিলিস্তীনি খ্রিষ্টানকে হত্যা করেছে তারা।

গাযার মিডিয়া অফিসের প্রধান ইসমাঈল আল থাওয়াবতেহ জানিয়েছেন, ইমাম ও ধর্মীয় নেতাদের ওপর পরিকল্পিত হামলার মাধ্যমে প্রতিরোধের মূলভিত্তি দুর্বল করা হচ্ছে। ধর্মীয় স্থাপনা ধ্বংসের মধ্য দিয়ে ফিলিস্তীনিদের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক পরিচয় মুছে ফেলার চেষ্টা করছে ইসরাঈল।


Magazine