ধারাবাহিকভাবেই মসজিদের সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি প্রকাশিত ‘দি অ্যামেরিকান মস্ক ২০২০ : গ্রোয়িং অ্যান্ড ইভোলভিং’ (যুক্তরাষ্ট্রের মসজিদ ২০২০ : বৃদ্ধি ও বিকাশ) শীর্ষক এক জরিপ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জরিপ প্রতিবেদন অনুসারে, ২০১০ সালে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল দুই হাজার একশ ছয়টি। ২০২০ সালে এই সংখ্যা ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার সাতশ ৬৯টি। ২০২০ সালের এ প্রতিবেদনে দেখা গেছে, শুক্রবারে জুমআর ছালাতে প্রতি মসজিদে গড়ে ৪১০ মুছল্লী উপস্থিত থাকেন। ২০১০ সালে এই উপস্থিতির সংখ্যা ছিল ৩৫৩ জন। এই হিসাব অনুসারে মুছল্লীদের উপস্থিতি বেড়েছে ১৬ শতাংশ। চার ভাগের তিন ভাগ মসজিদে (৭২ শতাংশ) জুমআর ছালাতে মুছল্লীদের উপস্থিতি বেড়েছে ১০ শতাংশের বেশি। ২০১০ সালের এক সমীক্ষায় দেখা যায়, আমেরিকার শতকরা ১৭ ভাগ মসজিদ বিভিন্ন শহরে অবস্থিত। ২০২০ সালের এ সমীক্ষায় বিভিন্ন বড় শহরের আফ্রিকান মসজিদের সংখ্যা শতকরা ৬ ভাগ কমে যায়। অপরদিকে শহরতলি ও গ্রামে নতুন মসজিদ বৃদ্ধি পায়। প্রতিবেদনে আরও বলা হয়, মসজিদের সংখ্যা বাড়লেও আগের তুলনায় ইসলাম গ্রহণের হার ৩১ শতাংশ কমেছে। ২০১০ সালে মসজিদে ইসলাম গ্রহণের হার ছিল ১৫.৩। ২০২০ সালে ইসলাম গ্রহণের হার কমে ১১.৩ দেখা যায়।