আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, তেঘরা, বিরল, দিনাজপুর, ৩ ফেব্রুয়ারি, শুক্রবার : নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক সদ্য প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের সালাফী বিদ্যাপীঠ আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, তেঘরা, বিরল, দিনাজপুর কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘সালাফী কনফারেন্স-২০২৩’ প্রতিষ্ঠানটির সুবিশাল মাঠে সফলভাবে অনুষ্ঠিত হয়। ফালিল্লাহিল হামদ। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত ২য় বার্ষিক সালাফী কনফারেন্সে বিপুলসংখ্যক ইসলামপ্রিয় মানুষ উপস্থিত হন।
দিনব্যাপী অনুষ্ঠানটি শুরু হয় আবূ ছালেহ ফায়সাল এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর জুমআর খুৎবা প্রদান করেন কনফারেন্সের সভাপতি শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।
দুপুরের খাবারের পর শুরু হয় সকলের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল বারী বিন সোলায়মান এবং ফৎওয়া প্রদান করেন শায়খ সাইদুর রহমান রিয়াদী।
বাদ আছর উদ্বোধনী ভাষণের মাধ্যমে কনফারেন্সের মূল পর্ব শুরু হয়। উদ্বোধনী বক্তব্য পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। এরপর পূর্বনির্ধারিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, ড. লোকমান হোসেন, আব্দুন নূর মাদানী, ড. ইমাম হোসাইন, ড. রেজাউল করীম মাদানী, ড. আব্দুল বাসির মাদানী, আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী, শায়খ ইউসুফ মাদানী (ভারত), সাইদুর রহমান রিয়াদী, আব্দুল কাদের মাদানী (ভারত), আব্দুল বারী বিন সোলায়মান, মুহাম্মদ মুস্তফা কামাল প্রমুখ। বাদ এশা জামি‘আহর শিক্ষার্থীগণ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন। উক্ত উনুষ্ঠানে ছাত্রদের শিক্ষণীয়, মননশীল ও সুস্থ ধারার বিনোদনে উপস্থিত শ্রোতামণ্ডলী মুগ্ধ হন।
এরপর কনফারেন্সে আগত দ্বীনী ভাইদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সমাপনী ভাষণ প্রদানের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।