ইসলামিক জিহাদের প্রাক্তন মুখপাত্র খাদের আদনান, যিনি ইসরাঈলের অবৈধ আটক নীতির বিরুদ্ধে ফিলিস্তীনী প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন, ৮৭ দিন অনশনের পর তিনি মারা গেছেন। ইসরাঈলী প্রিজন সার্ভিস তার মৃত্যু ঘোষণা করে এক বিবৃতিতে জানায়, ৪৫ বছর বয়সী আদনান গত ৫ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার পর থেকে অনশনরত অবস্থায় ছিলেন। বন্দী থাকাকালীন তিনি মেডিকেল পরীক্ষা করাতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। প্রায় ৩ মাসের অনশনের পর তাকে নিজ কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। আদনান এর আগে ২০১২ সালে ৬৬ দিন অনশন চালানোর পর আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যা সে সময়ে ইসরাঈলী কারাগারে একজন ফিলিস্তীনী বন্দীর দীর্ঘতম অনশন ছিল। ফিলিস্তীনী প্রিজনার্স সোসাইটির তথ্য অনুসারে, ২০০৪ সাল থেকে তিনি কমপক্ষে ১১ বার গ্রেপ্তার হয়েছেন এবং এর মধ্যে পাঁচবারই তিনি অনশন করেছেন। ২০১৫ সালে ইসরাঈলী কর্তৃপক্ষ তাকে মুক্তি দেওয়ার আগে তিনি ৫৫ দিনের জন্য অনশন করেছিলেন। আদনান মোট আট বছর ইসরাঈলী কারাগারে কাটিয়েছেন, যার বেশিরভাগই প্রশাসনিক বন্দিত্বের অধীনে। বর্তমানে ইসরাঈলের কারাগারে ৪৯০০ জন ফিলিস্তীনী বন্দী রয়েছেন, যার মধ্যে ১০০০ জনকে কোনো অভিযোগ ছাড়াই প্রশাসনিক বন্দিত্বের মাধ্যমে আটকে রাখা হয়েছে। ফিলিস্তীনী প্রিজনার্স সোসাইটির তথ্য মতে, ২০০৩ সালের পর থেকে এটি সর্বোচ্চ সংখ্যা।