কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

চীনে সুপার কাউ ক্লোন, বছরে দুধ দেবে ১৮ হাজার লিটার

post title will place here

তিনটি ‘সুপার কাউ’ ক্লোন করতে সক্ষম হয়েছেন চীনা বিজ্ঞানীরা। এসব গরু বছরে অন্তত ১৮ হাজার লিটার এবং পুরো জীবদ্দশায় অন্তত ১ লাখ লিটার দুধ দিতে সক্ষম। সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দুগ্ধজাত শিল্পের জন্য এটি এক অসাধারণ অর্জন। প্রথমে ক্লোন করা তিনটি বাছুর জন্ম নেয়। বাছুরগুলোকে নেদারল্যান্ডসের হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী থেকে ক্লোন করা হয়েছে। এই গুরুগুলো বছরে ১৮ হাজার লিটার এবং জীবদ্দশায় ১ লাখ লিটার দুধ দিতে পারবে। যা যুক্তরাষ্ট্রের সাধারণ কোনো জাতের গরুর দেওয়া দুধের পরিমাণের চেয়ে অন্তত ১ দশমিক ৭ গুণ বেশি।


Magazine