কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কলাগাছের তন্তু থেকে প্লাস্টিক ও সবজি থেকে পলিথিন তৈরি

post title will place here

শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম কলাগাছের তন্তুকে বিশেষায়িত করে প্লাস্টিক এবং কার্বন ও সিলিকন পণ্যের বিকল্প ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব পণ্য তৈরি করেছেন। একই সঙ্গে তিনি পচা বা অব্যবহৃত সবজির শ্বেতসার থেকে তৈরি করেছেন পচনযোগ্য পলিথিন। তার দাবি, এটি পরিবেশবান্ধব এবং অনেকটা সাশ্রয়ী। এই ক্ষুদে বিজ্ঞানী জানান, শুধু টাইলস নয়, তার আবিষ্কৃত কাঁচামাল দিয়ে প্লাস্টিক, কার্বন ও সিলিকনে তৈরি প্লাস্টিকের আসবাবপত্র, টাইলস ও কার্বনের তৈরি মোটরযানের যন্ত্রাংশের বিকল্প হিসেবে কলাগাছের তন্তু ব্যবহার করা সম্ভব। এমনকি বুলেট প্রুফ দরজা জানালাও তৈরি করা সম্ভব। তার আবিষ্কৃত কাঁচামালে ৬৫ শতাংশ কলাগাছের তন্তু ও ৩৫ শতাংশ রাসায়নিক দ্রব্য ব্যবহার হয়েছে।


Magazine