কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মুসলিম বিশ্ব : ২০২৩ সালে কোন দেশে কত ঘণ্টা ছিয়াম রাখতে হবে?

post title will place here

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুসলিমরা তাদের দেশের ভৌগলিক অবস্থানের উপর নির্ভর করে কম বা বেশি সময় ধরে ছিয়াম রাখেন। এবার রামাযানে কোথাও ছিয়াম পালন করতে হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২০ ঘণ্টা। কোন দেশের মুসলিমরা কত সময় ধরে ছিয়াম রাখবেন সেই নিয়ে এই আয়োজন। সবচেয়ে বেশি সময় ছিয়াম রাখতে হবে গ্রিনল্যান্ড, নরওয়ে ও ফিনল্যান্ড বাসিন্দাদের। এসব দেশে বসবাসকারী মুসলিমরা ২০ ঘণ্টা ছিয়াম রাখবেন। সুইডেন, জার্মানির মুসলিমদের ১৯ ঘণ্টা ছিয়াম রাখতে হবে। লন্ডন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড ১৮ ঘণ্টা। আইসল্যান্ড ১৬ ঘণ্টা ৫০ মিনিটের মতো, পোল্যান্ড ১৫ ঘণ্টা, ব্রিটেন ও ফ্রান্স ১৫ ঘণ্টা ২০ মিনিটের মতো এবং পর্তুগালে ১৬ ঘণ্টা। অন্যদিকে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে ছিয়ামের সময়কাল কম হবে। নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার মুসলিমদের গড়ে মাত্র ১১ থেকে ১২ ঘণ্টা ছিয়াম রাখতে হবে। দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলের মুসলিমদের ১১ ঘণ্টা, আর্জেন্টিনা ১১ ঘণ্টা ২০ মিনিটের মতো, নিউজিল্যান্ড ও প্যারাগুয়ের মুসলিমদের প্রায় ১২ ঘণ্টা ছিয়াম রাখতে হবে। আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সঊদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে প্রতিদিন সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা ছিয়াম রাখতে হবে।


Magazine