কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ইসলাম গ্রহণ করলেন মালাউয়ির ২০০ মানুষ

post title will place here

ব্রিটিশ নওমুসলিম আব্দুর রহীম গ্রিনের দাওয়াতে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউয়ির অন্তত ২০০ অমুসলিম ইসলাম গ্রহণ করেছে (আল-হামদুলিল্লাহ!)। ইসলাম গ্রহণের আগে তাঁর নাম ছিল অ্যান্থনি ফ্যাটসাউফ গালভিন গ্রিন। ১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর তিনি সরাসরি মানুষের কল্যাণমূলক কাজে জড়িয়ে পড়েন। ইসলামের মৌলিক জ্ঞানার্জনের পাশাপাশি পবিত্র কুরআন হিফয করেন। আব্দুর রহীম গ্রিন তাঁর বাকি জীবনটাও ইসলাম প্রচার করে এবং গরীব-ইয়াতীমদের সাহায্য করে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই উপলক্ষ্যে এক দেশ থেকে আরেক দেশের ধর্মীয় সভা-সেমিনারে অবিরত ছুটে চলেছেন তিনি। উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউয়ির সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিষ্টান। সাম্প্রতিক সময়ে দেশটিতে দ্রুত বিকশিত হচ্ছে ইসলাম। দেশটির ইসলামী সেবা সংস্থা ও সংগঠনের তথ্য মতে, স্থানীয় মুসলিমদের সংখ্যা অতি অল্প সময়ে শতকরা ১৫ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশ হয়েছে।

Magazine