কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত একটি বিশাল কৃত্রিম দ্বীপ অচিরেই প্রশান্ত মহাসাগরে ভেসে বেড়াবে। শুধু তাই নয়, তার চলার পথে যেখানেই প্লাস্টিক বর্জ্য সামনে পড়বে তা পাকড়াও করবে এবং দ্বীপে থাকা কারখানায় সেই প্লাস্টিক বর্জ্য চূর্ণ করবে। পরে তা তীব্র চাপে সংকুচিত করে মূল দ্বীপের সঙ্গে যুক্ত করবে। এভাবেই ধীরে ধীরে আয়তনে বৃদ্ধি পাবে ভাসমান দ্বীপটি। ‘পলিমেরোপলিস’ নামের এই দ্বীপ নগরীতে আবাস হবে চার হাজার মানুষের। সেখানে থাকবে সব ধরনের অত্যাধুনিক নাগরিক সুযোগ-সুবিধা। বিদ্যুৎ, সুপেয় পানি, টাটকা শাক-সবজি, মাছ, গোশত সবকিছুই থাকবে সেখানে। এক কথায় এ দ্বীপটিতে যারা বসবাস করবেন, তাদের কারও মুখাপেক্ষী থাকতে হবে না। দ্বীপবাসী অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হবেন। এমন দ্বীপ তৈরির কারণ সম্পর্কে মার্কিন বিজ্ঞানীরা বলেছেন, প্রতিবছর ৮০ লাখ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে জমা হচ্ছে। ফলে জীববৈচিত্র্য যেমন মারাত্মক হুমকির সম্মুখীন এবং তেমনি মানুষের অস্তিত্বের প্রশ্ন এখন সামনে চলে এসেছে। আর সে কারণেই জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, সঊদী আরব এবং আরও বেশ কিছু দেশ ভাসমান কৃত্রিম দ্বীপসহ পানিতে বসবাসের মেগা প্রকল্প হাতে নিয়েছে।