পবিত্র কুরআন হিফয সম্পন্ন করার পর শুরু থেকে শেষ পর্যন্ত তা শোনানোর নিয়ম আছে। হিফয প্রতিষ্ঠানের অনেকে এক বসায় তা শুনিয়ে থাকেন। ফিলিস্তীনের গাজা অঞ্চলের দুটি মসজিদে ‘সাফওয়াতুল হুফফাজ’ প্রকল্পের কুরআন পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়। একটি মসজিদে ছেলে ও অন্যটিতে মেয়েরা কুরআন শোনান। এতে তাদের প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানে ১৪৭১ জন কুরআনের হাফেয অংশ নেন। তারা এক বৈঠকে পুরো কুরআন মুখস্থ শুনিয়েছেন। গাজা শহরের ইয়ারমুক স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাদেরকে সম্মাননা দেওয়া হয়। কুরআন শোনানোর এ পর্বে ফিলিস্তীনের নানা বয়সী হাফেযরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৮ বছর বয়সী হাফেয যেমন আছে, তেমনি ৭২ বছর বয়সী বৃদ্ধও আছেন। তাদের মধ্যে ২৬ জন শারীরিক প্রতিবন্ধী, ১৬৩ জন শিক্ষক ও শিক্ষিকা, ৩৪ জন নিরাপত্তাকর্মী, ৯০ জন চিকিৎসাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।