করোনা সংক্রমণ রোধে মক্কা ও মদীনার পবিত্র দুই মসজিদে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নানা উদ্যোগ নিয়েছে সঊদী সরকার। এরই অংশ হিসেবে এবার মুছল্লীদের প্রশ্নের উত্তর দিতে রোবট ব্যবহার করা হয়েছে। পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আল-সুদাইস তা উদ্বোধন করেন। হজ্জ ও উমরা বিষয়ক প্রশ্নের উত্তর প্রদানে রোবট ব্যবহারের উদ্যোগটি মুছল্লীদের কাছে প্রশংসিত হয়েছে। অসংখ্য মুছল্লী এর দ্বারা উপকৃত হয়েছেন। মসজিদুল হারামের বিভিন্ন স্থানে তা স্বয়ংক্রিয়ভাবে চলাচল করবে। এর ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে। হজ্জ ও উমরা বিষয়ক প্রশ্নের উত্তর প্রদানের পাশাপাশি রোবটটি আরবীসহ ১০টি ভাষায় সরাসরি অনুবাদেও সহায়তা করবে। ইংরেজি, ফ্রেঞ্চ, তার্কিশ, রুশ, ফার্সি, মালাই, চাইনিজ, উর্দু, হাউসা ও বাংলা ভাষায় হজ্জ ও উমরা বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়া হবে। মক্কা ও মদীনায় মুছল্লীদের স্বাস্থ্য সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরই অংশ হিসেবে জনসমাগম এড়াতে মসজিদুল হারামে যমযম পানির বোতল বিতরণে রোবট ব্যবহার শুরু হয়েছে।