কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গাযার নরকে ২০ হাজার শিশুর জন্ম: ইউনিসেফ

post title will place here

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তীনের গাযা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাঈল। ইসরাঈলী বাহিনীর বর্বর হামলায় এরই মধ্যে ‘নরকে’ পরিণত হয়েছে গাযা উপত্যকা। ইতোমধ্যে অন্তত ২৫ হাজারেরও বেশি ফিলিস্তীনী নিহত হয়েছে সেখানে। এর মধ্যে প্রায় ১৬ হাজারই নারী ও শিশু। আহত হয়েছে আরও ৬২ হাজারের বেশি ফিলিস্তীনী। এদিকে, যুদ্ধের এই সময়ে গাযায় জন্ম নিয়েছে প্রায় ২০,০০০ শিশু। শুধু তাই নয়, মায়েদের চেতনানাশক ছাড়াই সিজারিয়ান সেকশন করতে বাধ্য করা হয় এবং কিছু ক্ষেত্রে অপারেশনের কয়েক ঘণ্টা পরেই হাসপাতাল থেকে ছেড়ে দিতে হয়। জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরী তহবিল (ইউনিসেফ) এসব তথ্য জানিয়েছে। ইউনিসেফ আরও জানায়, রক্তক্ষরণে কিছু মায়ের মৃত্যু হয়েছে এবং আরও কিছু নারী তাদের মৃত সন্তান প্রসব করতে পারছেন না, কারণ চিকিৎসাকর্মীরা অপারগ। ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম দক্ষিণ গাযা সফর থেকে ফিরে এসে এসব কথা বলেন।


Magazine