সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়ে গেল ৪৮তম আন্তর্জাতিক উদ্ভাবন প্রদর্শনী। সেখানে বিশ্বের প্রথম স্মার্ট জায়নামায তৈরি করে স্বর্ণপদক লাভ করেছেন কাতারের এক প্রকৌশলী। স্মার্ট এই জায়নামাযের নাম দেওয়া হয়েছে ‘সাজদাহ’। এটি দেখতে সাধারণ জায়নামাযের মতোই। তবে এতে রয়েছে লাইট ও স্পিকারসহ ছোট একটি স্ক্রিন, যাতে ইংরেজি ও আরবী ভাষায় ২৫টিরও বেশি প্রার্থনার ক্ষেত্রে সহায়তা পাওয়া যায়। ছালাত আদায়কারী ব্যক্তির সামনে কিছুটা উঁচু করে এ স্ক্রিন স্থাপনের সুযোগ রয়েছে। জায়নামাযটির নির্মাতা আব্দুর রহমান ছালেহ খামিস বলেন, এটি মূলত নওমুসলিমদের উপকারের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। নতুনভাবে ধর্মান্তরিত হওয়া ব্যক্তিরা প্রায় সময়েই ছালাতের ধরন, আয়াত ও দু‘আগুলো নিয়ে অসুবিধার মুখে পড়ে যান। সেক্ষেত্রে সাজদাহ তাদের জন্য বেশ সহায়ক বিবেচিত হতে পারে। তারাবীহ, তাহাজ্জুদসহ অন্যান্য ছালাতের সময় জায়নামাযটির এলইডি স্ক্রিন থেকে কুরআন পড়ার মাধ্যমে মুসলিমরা সঠিকভাবে তাদের ছালাত আদায় করতে পারবেন। সাজদাহ নামের এই জায়নামায মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি এটিকে নিজেদের সুবিধামতো কাস্টমাইজও করা সম্ভব।