কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফ্রান্সে বহুসংখ্যক মসজিদ বন্ধ করে দিয়েছে সরকার

২০২০ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ৮৯টি মসজিদ পরিদর্শন শেষে এর এক-তৃতীয়াংশ বন্ধ করে দিয়েছে ফ্রান্স। সরকারের পক্ষ থেকে জানানো হয়, ‘বিচ্ছিন্নতাবাদবিরোধী আইন’ প্রণয়নের আগে উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে ৬৫০টি স্থান বন্ধ করে দেওয়া হয়। সে সময় ফ্রান্স পুলিশ প্রায় ২৪ হাজার স্থান পরিদর্শন করে। উগ্রবাদসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের নভেম্বর থেকে ৮৯টি মসজিদ পরিদর্শ করে ফ্রান্সের পুলিশ। এসবের এক-তৃতীয়াংশ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ছয়টি মসজিদ বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। ‘রাজনৈতিক ইসলাম’ মতবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাঁচটি মুসলিম সংস্থা নিষিদ্ধ করা হয়েছে। ২০৫টি সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত এবং দুই ইমামকে বহিষ্কার করা হয়েছে। ফ্রান্সের সরকার একের পর এক মসজিদ বন্ধ করে দিচ্ছে। এতে সে দেশের মুসলিমরা বিপাকে পড়ছেন।


Magazine