কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বিপজ্জনক ২শ’ অকেজো যন্ত্রাংশ মহাকাশে ঘুরছে

মহাকাশে পৃথিবীর কক্ষপথে ২৬ হাজারের বেশি যন্ত্রের মধ্যে মাত্র সাড়ে তিন হাজারের মতো সক্রিয় স্যাটেলাইট ছাড়া বাকি সবই বিকল বলে জানা গেছে। এর মধ্যে ২০০টির মতো এমন ভারী ধাতব বস্তু রয়েছে যেগুলোকে ‘টাইম বোমা’র সঙ্গে তুলনা করা যায়। এগুলো যেকোনো সময় সক্রিয় স্যাটেলাইটে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কারণ হতে পারে। মহাকাশে ভেসে বেড়ানো এসব যন্ত্র পর্যবেক্ষণে ‘অস্ট্রিয়াগ্রাফ’ নামে একটি অনলাইন ম্যাপ মহাকাশে থাকা বস্তুগুলোর প্রায় চলমান সময়ের অবস্থানই জানান দিতে সক্ষম। বিশেষ করে রকেট বডির সুপার-স্প্রেডার মহাকাশে রয়ে যায় এমন ২০০টির ওপর নজর রাখছে অস্ট্রিয়াগ্রাফ। এগুলো ভেঙে চুরে গেলে হাজার হাজার টুকরো হয়ে মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে। এতে সক্রিয় স্যাটেলাইট আঘাতপ্রাপ্ত হতে পারে। বিঘ্ন ঘটতে পারে আবহাওয়া বার্তা ও জিপিএস সেবার মতো অনেক কাজে।


Magazine