কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহার সিরিয়ার ওপর থেকে

দীর্ঘ ১৪ বছর পর সিরিয়ায় নতুন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। গত ২৪ মে ২০২৫, শুক্রবার ওয়াশিংটন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এক সপ্তাহ আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তুরস্ক ও সঊদী আরবের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন।

২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর বাশার আল-আসাদ সরকারের সময় যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশটি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।

বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত শুধু সিরিয়ার নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ।

এরপর ইউরোপীয় ইউনিয়নও সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেন, ‘আমরা সিরিয়ার জনগণকে একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ দেশ পুনর্গঠনে সহায়তা করতে চাই’।


Magazine