দীর্ঘ ১৪ বছর পর সিরিয়ায় নতুন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। গত ২৪ মে ২০২৫, শুক্রবার ওয়াশিংটন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এক সপ্তাহ আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তুরস্ক ও সঊদী আরবের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন।
২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর বাশার আল-আসাদ সরকারের সময় যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশটি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।
বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত শুধু সিরিয়ার নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ।
এরপর ইউরোপীয় ইউনিয়নও সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেন, ‘আমরা সিরিয়ার জনগণকে একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ দেশ পুনর্গঠনে সহায়তা করতে চাই’।