কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল ও অমুসলিমদের সদস্য নিয়োগ নয়, বলল সুপ্রিম কোর্ট

post title will place here

নয়া ওয়াকফ আইন নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। ওয়াকফ আইনে স্থগিতাদেশ না দিলেও ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। এছাড়া ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ করা যাবে না বলেও জানায় সুপ্রিম কোর্ট। আগামী শুনানি পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। ১৯৪০ সাল থেকে ‘ভোগদখলকরী ওয়াকফ’ রয়েছে। নয়া সংশোধনী কার্যকর হলে সেই সমস্ত সম্পত্তির চরিত্র বদল করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয় আদালতে। ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। হিন্দু মন্দির বা অন্যান্য প্রতিষ্ঠানে অন্য সম্প্রদায়ের কেউ থাকে কিনা তাও জানতে চায় শীর্ষ আদালত। হিন্দু ধর্মের ট্রাস্টগুলোতে মুসলিমদের সদস্যপদ দেওয়া হবে কিনা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জিজ্ঞেস করেন প্রধান বিচারপতি।


Magazine