কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

এক বছরের মধ্যে ফিলিস্তীনি ভূখণ্ড ছাড়ো : ইসরাঈলকে জাতিসংঘ

post title will place here

আগামী ১২ মাসের মধ্যে ফিলিস্তীনি ভূখণ্ডে ইসরাঈলের অবৈধ উপস্থিতি অবসানের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদ রায় দিয়েছে। ফিলিস্তীনিরা একে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠায়তায় এ নিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের এই প্রস্তাবটি বাস্তবায়ন করা বাধ্যতামূলক নয়। তবে তা সত্ত্বেও ইসরাঈলের ওপর বেশ চাপ সৃষ্টি হবে। প্রস্তাবটি ১২৪-১৪ ভোটে পাশ হয়। ৪৩টি দেশ ভোট দানে বিরত ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের ওই প্রস্তাবে ‌অধিকৃত ফিলিস্তীনি ভূখণ্ডে ইসরাঈলের অবৈধ উপস্থিতি আর বিলম্ব না করে প্রত্যাহার করা উচিত। ইসরাঈলি উপস্থিতি জাতিসংঘের আন্তর্জাতিক দায়দায়িত্ব পালন করতে বাধা দিচ্ছে। এ কারণে ১২ মাসের বেশি আর ফিলিস্তীনি ভূখণ্ডে ইসরাঈলের থাকা উচিত নয় বলে জানানো হয়। প্রস্তাবে ফিলিস্তীনিদের যে ক্ষতি ইসরাঈল করেছে, তা পূরণ করার জন্য ইসরাঈলের প্রতি আহ্বানও জানানো হয়। প্রস্তাবটিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অভিমতকেও সমর্থন করা হয়। এতে ফিলিস্তীনি ভূখণ্ডে ইসরাঈলি উপস্থিতিতে অন্যায় হিসেবে অভিহিত করে এর অবসান দাবি করে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করে। অবশ্য যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। এসব দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, ফিনল্যান্ড ও মেক্সিকো। এছাড়া যুক্তরাজ্য, ইউক্রেন ও কানাডা ভোট দানে বিরত থাকে।


Magazine