তার নাম ইবরাহীম রিচমন্ড। বিগত ১৫ বছর ধরে তিনি ছিলেন খ্রিষ্টানদের ধর্মীয় জাযক। এই ১৫ বছরে হাজারো মানুষকে তিনি খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করেছেন। সাউথ আফ্রিকার বিখ্যাত এই পাদ্রী এখন ইসলামের বিখ্যাত প্রচারক। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এবার তিনি হজ্জও পালন করেছেন। ইবরাহীম রিচমন্ড এখন ইসলামপ্রেমী মানুষদের কাছে এক অনন্য আইকন। তার ইসলাম গ্রহণের কাহিনী তিনি এভাবে বলেন, ইসলাম ধর্ম গ্রহণের আগ পর্যন্ত ১৫ বছর যাবৎ আমি দক্ষিণ আফ্রিকার একটি কংগ্রেশনাল গীর্জার (সংশোধিত প্রোটেস্টেন্ট খ্রিষ্টধর্ম) ধর্মযাজক ছিলাম। ওই গীর্জার আওতায় আমাদের ১০ লক্ষ অনুসারী ছিল। একদিন গীর্জার ছোট্ট একটি কামরায় ঘুমানোর সময় আমি দেখলাম, কেউ একজন আমাকে আহ্বান করছিল, তুমি তোমার অনুসারীদের সাদা পোশাক পরিধানের আদেশ দাও। তখন আমি বললাম, মুসলিমদের মতো! তখন লোকটি বলল, হ্যাঁ। তখন আমি জেগে উঠি। আর মনকে সান্ত্বনা দিই যে, এটা নিছক স্বপ্ন মাত্র। কিন্তু না! স্বপ্নটি এরপরেও কয়েকবার দেখতে পাই আমি। কিন্তু শেষবারের আহ্বানটি এতই জোরালো ছিল যে, আমার অন্তরের সকল সন্দেহ আর সংশয় দূর হয়ে যায়। আমি বুঝতে পারি যে, আমাকে আমার অনুসারী সমেত ইসলাম গ্রহণের ইলাহী আদেশ দেওয়া হচ্ছে। তখন আমি গীর্জায় সমবেত হওয়ার পরবর্তী তারিখে স্বপ্নে পাওয়া বার্তা বাস্তবায়নের সংকল্প করি। আল্লাহ কাজটি সহজ করে দিয়েছিলেন। এর পরবর্তী সমবেত হওয়ার তারিখে আমার অনুসারীরা সকলেই গীর্জায় নিজেদেরকে আপাদমস্তক সাদা কাপড়ে আবৃত করে এসেছিল। সকলেই আমার সাথে একসাথে কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ফালিল্লাহিল হামদ!