কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফিলিস্তীনকে এক লাখ করোনা টিকা উপহার চীনের

অধিকৃত এলাকার ফিলিস্তীনিদের করোনার টিকা দিতে ইসরাইল অস্বীকৃতি জানালেও ফিলিস্তীনিদের জন্য নিজেদের তৈরি এক লাখ টিকা পাঠিয়েছে চীন। চীনের সিনোফার্মের তৈরি এ টিকার চালান এরই মধ্যে ফিলিস্তীনে গিয়ে পৌঁছেছে। ৭০ বছর ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাওয়া ফিলিস্তীনে এ পর্যন্ত ২ লাখ ৬১ হাজার ৯০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ৭৮৭ জন। ইসরাইল অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহ শহরের কারফিউ ও কঠোর লকডাউন সত্ত্বেও ভয়াবহভাবে বিস্তার ঘটেছে করোনাভাইরাসের। এখানকার হাসপাতালগুলোতে তিল ঠাঁই নেই রোগীদের জন্য। ইসরাইল নিজেদের নাগরিকদের প্রায় সবাইকেই টিকার আওতায় আনলেও ফিলিস্তীনিদের দখলকৃত এলাকায় টিকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। উল্লেখ্য, অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকায় ৫২ লাখ ফিলিস্তীনির বসবাস।


Magazine