কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আফগানিস্তান যুদ্ধের সমাপ্তি : চলে যাচ্ছে মার্কিন সেনারা

দীর্ঘ ২০ বছর পর আমেরিকান এবং ব্রিটিশ সৈন্যরা আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে। ঘোষণা অনুযায়ী প্রায় ২৫০০ থেকে ৩৫০০ মার্কিন সৈন্য আফগানিস্তানে এখনো রয়েছে, তারা ১১ই সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরে যাবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে কথিত হামলার জেরে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। দীর্ঘ এই যুদ্ধের ২০ বছর পূর্তির সময়ের মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। গতবছর তালেবানের সঙ্গে শান্তিচুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাহিনীর সেনাদের ১ মে থেকে আফগানিস্তান ছাড়ার কথা। আফগানিস্তানে আছে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা এবং প্রায় ৭ হাজার ন্যাটো ও মিত্রবাহিনীর সেনা। মার্কিন সেনাদের সঙ্গে সঙ্গে এই সেনাদেরও আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আফগানিস্তানে দখলদার মার্কিন সামরিক বাহিনীর ২০ বছরের যুদ্ধে খরচ হয়েছে ২.২৪ ট্রিলিয়ন ডলার। এক গবেষণা রিপোর্টে অনুসারে, আফগান যুদ্ধের সারসরি ফল হিসেবে এ পর্যন্ত আফগানিস্তান ও পাকিস্তানে মারা গেছে দুই লাখ ৪১ হাজার মানুষ। এর মধ্যে রয়েছে ২,৪৪২ জন মার্কিন সেনা, ছয়জন প্রতিরক্ষা দপ্তরের বেসামরিক লোক, ৩,৯৩৬ জন মার্কিন ঠিকাদার এবং মিত্র জোটের ১,১৪৪ জন সেনা। যুদ্ধে ৬৬ হাজার থেকে ৬৯ হাজার আফগান সেনা ও পুলিশ মারা গেছে, পাকিস্তানের সেনা মারা গেছে ৯,৩১৪ জন। গবেষণা রিপোর্ট বলা হয়েছে, ৭১ হাজারের বেশি বেসামরিক নাগরিক মারা গেছে যার মধ্যে ৪৭ হাজার আফগানিস্তানের ও ২৪ হাজার পাকিস্তানের। অন্যদিকে, আফগান তালেবান মারা গেছে ৫১ হাজার এবং পাকিস্তানের তালেবান ও তালেবানপন্থি গেরিলা মারা গেছে ৩৩ হাজার। এছাড়া, আফগান যুদ্ধে ১৩৬ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী এবং ৫৪৯ জন ত্রাণকর্মী নিহত হয়েছে।


Magazine