সঊদী আরবের গ্র্যান্ড মুফতী শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ আল শায়খ ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। গত ২৩ সেসপ্টেম্বর, ২০২৫ ইং মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানিয়েছে। ১৯৯৯ সালে সঊদী আরবের প্রধান মুফতী হিসেবে নিয়োগ পান শায়খ আব্দুল আযীয এবং দীর্ঘদিন ধর্মীয় ও সামাজিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ইলমি গবেষণা ও ফতওয়া কমিটির স্থায়ী সদস্য ছিলেন এবং ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুৎবা প্রদান করেছেন। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে অবসর নেন।
