কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

২০২২ সালে ৬৫০০ ফিলিস্তীনীকে আটক করেছে ইসরাঈল

post title will place here

২০২২ সালের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত ৬৫০০ ফিলিস্তীনীকে আটক করেছে ইসরাঈল। আটকদের মধ্যে অনেক নারী ও শিশু আছে। বেশিরভাগ ফিলিস্তীনীকেই বিনা কারণে আটক করা হয়েছে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণার বার্ষিকী উপলক্ষ্যে ‘ফিলিস্তীনী প্রিজনার সোসাইটি’ এক বিবৃতিতে বলেছে, ইসরাঈলী বাহিনীর হাতে আটক বন্দিদের মধ্যে ১৫৩ জন নারী এবং ৮১১ জন শিশু রয়েছে। এসব শিশুর বয়স ১৪ বছরের কম। অথচ ইসরাঈলী আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী শিশুদের কারাবাসের অনুমতি দেওয়া হয় না। ওই বিবৃতিতে আরও বলা হয়, ইসরাঈলী বাহিনী যে ৬৫০০ ফিলিস্তীনীকে আটক করেছে তাদের মধ্যে ২১৩৪ জনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ইসরাঈলী জেলে থাকা অবস্থায় এদের বিচার হয়েছে কি-না তাও জানা যায়নি। ইসরাঈলী কর্তৃপক্ষ কারো বিরুদ্ধে প্রশাসনিক আটকাদেশ জারি করলে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই ছয় মাসের জন্য সেই ব্যক্তিকে কারাগারে আটক করে রাখা হয়। পরে এ কারাদণ্ডের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো যেতে পারে।

 

Magazine