কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

নীল তিমি দিনে ৪৫ কেজি প্লাস্টিক খায়

post title will place here

বিশ্বের সবচেয়ে বৃহৎ প্রাণি নীল তিমি। এগুলোর খাবার খাওয়ার ধরনও এমন বিশালই। প্রতিদিনই প্রাণীটি গলাধঃকরণ করে টন টন খাবার। তাদের প্রধান খাবার হলো চিংড়ি সদৃশ্য কিরিল (Krill)। তাছাড়া অন্যান্য জলজ প্রাণীও খেয়ে থাকে তারা। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, নীল তিমি এখন প্লাস্টিকও খাচ্ছে। সাগরে প্লাস্টিকের ছোট ছোট দানায় ভরপুর হয়ে যাওয়ার কারণেই এমনটি হচ্ছে। গবেষণা থেকে যে ভয়ংকর তথ্য পাওয়া গেছে সেটি হলো নীল তিমি দিনে ৪৫ কেজির মতো প্লাস্টিক খায়। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক উপকূলে বেলিন জাতের তিমি নীল, ফিন ও হাম্পব্যাক এ তিন প্রজাতির ওপর গবেষণা চালিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

Magazine