কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে

সত্তরের দশকে বাংলাদেশকে ‘আন্তর্জাতিক ঝুড়ি’ বলেছিলেন হেনরি কিসিঞ্জার। বিশ্ব এখন বাংলাদেশের ব্যাপারে মত বদলাচ্ছে। ভারতের সাথে তুলনায় বাংলাদেশ অধিকাংশ খাতে না হলেও বহু সূচকে অনেক ভালো করছে, যে সূচকগুলোর দ্বারা জীবনযাত্রার মান নির্ধারিত হয়। প্রথমত, বাংলাদেশের প্রবৃদ্ধি ৮ শতাংশের দিকে যাচ্ছে আর তাদের প্রবৃদ্ধি সেখানে ৫ শতাংশে নেমে গেছে। দ্বিতীয়ত, লন্ডন আর নিউইয়র্কের নামীদামী সড়কগুলোতে গেলেই দেখা যাবে মেড ইন বাংলাদেশের কাপড়, কিন্তু লুধিয়ানা আর ত্রিপুরার তৈরি কাপড় দেখা যাবে না। বিস্ময়ের কিছু নেই যে, বাংলাদেশের বাণিজ্যিক রফতানী ২০১৯ অর্থবছরে দুই অঙ্কের কোঠায় চলে গেছে; যেখানে ভারত এখনও বহু পিছিয়ে। ভারতের চেয়ে বাংলাদেশে জীবনযাত্রা অনেক বেশি আকর্ষণীয়। শুধু তথ্যগুলো দেখলেও তা বোঝা যায়। বাংলাদেশে পুরুষ ও নারীর প্রত্যাশিত জীবনকাল ৭১ আর ৭৪ বছর। ভারতে এটা হলো ৬৭ আর ৭০ বছর। এই বড় ছবিটা খুঁটিয়ে দেখলে পার্থক্যটা আরও প্রকট হয়ে উঠবে। ভারতে প্রতি হাজারে নবজাতকের মৃত্যুর হার ২২.৭৩ জন, বাংলাদেশে এই হার ১৭.১২। শিশু মৃত্যুর হার ভারতে ২৯.৯৪ আর বাংলাদেশে ২৫.১৪। নারীদের ক্ষেত্রে, বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়স্ক নারীদের মধ্যে ৭১ শতাংশ শিক্ষিত, ভারতে এই হার ৬৬ শতাংশ। বাংলাদেশে পরিস্থিতি শুধু ভালোই নয়, সেটা আরও ভালোর দিকে যাচ্ছে। আর ভারত আরও পিছিয়ে যাচ্ছে।


Magazine