পশ্চিমবঙ্গে বাংলা ভাষার মর্যাদা ও মুসলিম সম্প্রদায়ের নাগরিক অধিকার রক্ষায় নতুন করে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, কেবল মুসলিম হওয়া বা বাংলায় কথা বলার কারণে অনেককেই ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে অপমান ও হয়রানি করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলায় প্রজন্মের পর প্রজন্ম বসবাস করেও বহু মুসলিম পরিবার নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ছে।
মানবাধিকার সংগঠনের তথ্যমতে, গত পাঁচ বছরে প্রায় ২৫ হাজার পরিবার বাংলাদেশি সন্দেহে তদন্তের শিকার হয়েছে, যার ৯০% বাংলাভাষী মুসলিম। স্কুল-কলেজে ভর্তি, সরকারি চাকরি বা ভোটার তালিকা হালনাগাদেও বৈষম্যের শিকার হচ্ছেন তারা।
বাংলা ভাষা রক্ষা কমিটির মতে, রাজ্যের ৮৬% মানুষ বাংলাভাষী হলেও সরকারি দপ্তরে বাংলার ব্যবহার এখনো ৫০% এর নিচে। আন্দোলনকারীদের দাবি, মুসলিম পরিচয় ও বাংলা ভাষার কারণে তারা দ্বিগুণ বৈষম্যের শিকার হচ্ছেন।
কলকাতা, মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরসহ বিভিন্ন জেলায় ছাত্র-যুব সংগঠন ও মুসলিম অধিকারকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। ‘বাংলা আমাদের অধিকার, বৈষম্য নয় স্বীকৃতি চাই’—এই স্লোগানে মুখরিত হয়েছে রাজপথ।
সমাজবিজ্ঞানীরা সতর্ক করেছেন, ভাষা ও ধর্মের ভিত্তিতে বৈষম্য চলতে থাকলে সমাজে বিভক্তি বাড়বে এবং বাংলার ইতিহাস-সংস্কৃতিই প্রশ্নের মুখে পড়বে।