কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

দ্বিতীয় দফায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

সিলেট, ২৩ জুন ২০২২ : নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এর অর্থায়নে ও আদ-দাওয়াহ ইলাল্লহ এর সহযোগিতায় দেশের উত্তর-পূর্বাঞ্চালীয় জেলা সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত প্রায় ৫০০০ পরিবারের মাঝে দ্বিতীয় দফায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সিলেট ও সুনামগঞ্জের প্রায় সকল উপজেলার বিভিন্ন অঞ্চলে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সিলেট অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দাওয়াহ ইলাল্লহ এর কর্মীরা সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেন। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এর সম্মানিত চেয়ারম্যান শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এর কোষাধ্যক্ষ ও আদ-দাওয়াহ ইলাল্লহ-এর সদস্যগণ। উল্লেখ্য, ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, লবণ, আলু, পেয়াজ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন ও সাবান।

কুড়িগ্রাম, ২৯ জুন ২০২২ : সিলেটের পর উত্তরবঙ্গের কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলে ত্রাণ বিতরণ করা হয়। আদ-দাওয়াহ ইলাল্লহ-এর কর্মীরা জেলার বিভিন্ন অঞ্চলে ত্রাণসামগ্রী বিতরণ করেন। প্রায় ছয় শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এর সম্মানিত চেয়ারম্যান শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।

Magazine