কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পৃথিবীর মোট সম্পদের অর্ধেক ১০ দেশের দখলে!

post title will place here

বর্তমানে বিশ্বের সব দেশের অর্থনীতির মোট জিডিপি এখন ১০০ ট্রিলিয়ন ডলার। তবে এর বড় অংশজুড়ে আছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ও ভারত। বর্তমানে পৃথিবীতে মোট দেশের সংখ্যা শতাধিক। তবে মাত্র ১০টি দেশের কাছেই আছে পৃথিবীর মোট সম্পদের অর্ধেকেরও বেশি। আর জিডিপির আকারে বিশ্বের সবচেয়ে বৃহত্তম অর্থনৈতিক শক্তি বা বৃহত্তম অর্থনীতির দেশ বলা হয় এদের। ১০০ বছরের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আর প্রায় অর্ধশতকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কারেন্সি ডলার বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। বর্তমানে দেশটির জিডিপি প্রায় ২৫ ট্রিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের বৃহত্তম। বিশ্বের দ্বিতীয় জনবহুল চীন, দেশটির জিডিপির আকার প্রায় ২০ ট্রিলিয়ন ডলার যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ২০২৮ সালের মধ্যে অর্থনীতির আকারে চীনের যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপানের অর্থনীতি এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম। বর্তমানে জাপানের জিডিপি প্রায় ৫ ট্রিলিয়ন ডলার এবং বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে জাপান। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশ জার্মানি, দেশটির মোট জিডিপি প্রায় ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। বর্তমানে ভারতের জিডিপির আকার ৩ দশমিক চার ট্রিলিয়ন ডলার যা বিশ্বের পঞ্চম বৃহত্তম। ২০৫০ সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে পারে।


Magazine