গত১৫ ফেব্রুয়ারি থেকে রাজস্থান শিক্ষা দফতরের পক্ষ থেকে ‘প্রত্যেক স্কুলে সূর্য নমস্কার বাধ্যতামূলক’ নির্দেশ জারি করা হয়। সরকারি, বেসরকারি সব স্কুলের শিক্ষার্থীদেরই ক্ষেত্রে একই বিধান বলবৎ। স্কুলে প্রার্থনার সময় শিক্ষার্থীরা ১৫ মিনিট করে সূর্যপ্রণামের অনুশীলন করবে। সূর্যের পূজা করা ‘ইসলামে নিষিদ্ধ’ হওয়ায় স্কুলে সূর্য নমস্কার করানোর সিদ্ধান্তের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হন জমিয়ত-উলামায়ে-হিন্দ। তারা রাজ্যের সমস্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য মসজিদগুলোকে বিকল্প শিক্ষাকেন্দ্র হিসাবে ব্যবহারের কথা জানান।