ইসলামকে কাছ থেকে জানতে ও বুঝতে মক্কা সফর করেছিলেন তামিলনাডুর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ও শিক্ষক সবরিমালা জয়াকান্থন। আর এই সফরই তার জীবন পুরোপুরি বদলে দিল। কা‘বার পবিত্র কিসওয়াহ স্পর্শ করে তিনি ইসলাম গ্রহণ করলেন, নিজের নাম রাখলেন ফাতেমা সবরিমালা। প্রথমবারের মতো মক্কা সফরে গিয়ে ফাতেমা বলেন, মুসলিমদের প্রতি সারা বিশ্বে এত ঘৃণার কারণ কী? নিজেকে এই প্রশ্ন করার পর নিরপেক্ষ ভাবে কুরআন পড়া শুরু করলাম। ক্রমশ সত্যটা জানলাম। এখন আমি নিজের চেয়েও ইসলামকে বেশি ভালোবাসি। একজন মুসলিম হতে পেরে আমি গর্বিত। একথা বলার পর সকল মুসলিমের কাছে তার অনুরোধ, প্রত্যেকের কাছে কুরআনের বার্তা পৌঁছে দেওয়া হোক। মুসলিমদের উদ্দেশ্য করে আরও বলেন, আপনাদের ঘরে একটি দুর্দান্ত ও অসাধারণ বই রয়েছে। এটা কেন লুকিয়ে রাখছেন। এই বইটি বিশ্ববাসীর পড়া দরকার। ১৯৮২ সালের ২৬ ডিসেম্বর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন সবরিমালা।