মধ্যপ্রাচ্য জয়ের আশা নিয়ে শুরু করা যুদ্ধে এবার সর্বহারা হয়েই ফেরত যেতে হচ্ছে ইসরাঈলের খুনে নেতা নেতানিয়াহুকে। স্বাধীন ফিলিস্তীন রাষ্ট্র গঠনে সরাসরি মাঠে নেমেছে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ সঊদী আরব। নেতানিয়াহুর বিরুদ্ধে প্রায় ১০০টি দেশকে এক টেবিলে এনে জড়ো করেছেন সঊদী যুবরাজ মুহম্মাদ বিন সালমান। মুসলিমদের উপর ইসরাঈলের আগ্রাসন চিরতরে বন্ধে উঠে পড়ে লেগেছে সঊদী আরব। গেল সেপ্টেম্বরেই সঊদী যুবরাজ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন- ফিলিস্তীনের স্বাধীনতা ছাড়া ইসরাঈলের সাথে কোনোদিনই সম্পর্ক স্থাপন করবে না সঊদী। এবার স্বাধীন ফিলিস্তীন রাষ্ট্র গঠনে ৯০টির বেশি দেশকে রিয়াদে এক করেছেন মুহাম্মাদ বিন সালমান। সঊদীর উদ্যোগে দ্বিরাষ্ট্র গঠনের উদ্দেশ্যে বিশ্বের নতুন এই আন্তর্জাতিক জোটটি গেল মাসেই আত্মপ্রকাশ করে। এর মাধ্যমে ফিলিস্তীনের স্বাধীনতা আদায়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়ার মতো দেশগুলো এক কাতারে সমবেত হয়েছে। এই বৈঠকে ইসরাঈলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে সঊদী আরব। জানায় ফিলিস্তীনি জনগণকে নিজেদের ভূমি থেকে চিরতরে উচ্ছেদ করাই ইসরাঈলের এই নির্বিচার গণহত্যার উদ্দেশ্য। তবে সঊদী আরব সেটা হতে দেবে না। ফিলিস্তীন জুড়ে ইসরাঈলের দানবীয় আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অস্ত্রবিরতি কার্যকরে নেতানিয়াহুকে হুঁশিয়ারি দেন সঊদী পররাষ্ট্রমন্ত্রী। নিরীহ ফিলিস্তীনিদের উপর নেতানিয়াহুর আগ্রাসন বন্ধে স্বাধীন ফিলিস্তীন রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই বলেও স্পষ্ট বার্তা দেয় সঊদী। জাতিসংঘের ১৯৩টি রাষ্ট্রের মধ্যে ১৪৬টি দেশ ফিলিস্তীনকে স্বীকৃতি দিয়েছে। তবে সব আন্তর্জাতিক আইনকে তুচ্ছ করে যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তীনকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মিশনে নেমেছে নেতানিয়াহু।