কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সালাফী কনফারেন্স-২০২১

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহরূপগঞ্জনারায়ণগঞ্জ৪ ও ৫ মার্চবৃহস্পতিবার ও শুক্রবার : আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত দুইদিনব্যাপী ‘সালাফী কনফারেন্স-২০২১’ নানা বন্ধুর পথ পেরিয়ে বাংলাদেশের অত্যাধুনিক সিটি পূর্বাচলের অদূরে বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ ময়দানে সফলভাবে অনুষ্ঠিত হয়। ফালিল্লাহিল হামদ। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ ও রাজশাহীর প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫ম বার্ষিক সালাফী কনফারেন্সে ইসলাম প্রিয় মানুষের আশাতীত সমাগম হয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও রাজশাহীসহ বাংলাদেশের প্রতিটি বিভাগের বিভিন্ন জেলা থেকে বিমান, বাস, মাইক্রো-বাস, ট্রেন ও লঞ্চ ইত্যাদি যোগে দ্বীনদরদী মুসলিম ভাই-বোনেরা কনফারেন্সে অংশগ্রহণ করেন।

১ম দিন বাদ আছর আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-এর ৭ম শ্রেণির ছাত্র হাফেয মাহবূবুর রহমানের কুরআন তেলাওয়াত ও তার সাথীদের তিন ভাষা আরবী, বাংলা ও ইংরেজি অনুবাদের মাধ্যমে কনফারেন্সের কার্যক্রম শুরু হয়। ইসলামী সংগীত পরিবেশন করে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর ছাত্র আব্দুল্লাহ নীরব ও সহশিল্পীবৃন্দ। উদ্বোধনী ভাষণ পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।

সালাফী কনফারেন্সে ১ম দিন পূর্ব নির্ধারিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, শায়খ আকরামুযযামান বিন আব্দুস সালাম, ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর, শায়খ আব্দুন নূর মাদানী, মুস্তফা মাদানী সালাফী, প্রফেসর মুখতার আহমাদ, সাঈদুর রহমান রিয়াদী, আব্দুল মতীন মাদানী, ড. রফীকুল ইসলাম মাদানী, সাইফুল ইসলাম মাদানী, রফীকুল ইসলাম বিন সাঈদ, শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক মাদানী, আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, আরমান উদ্দীন, ইসরাফিল বিন তমীজ উদ্দীন প্রমুখ। এছাড়া আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর ছাত্রদের মধ্যে মামূনুর রশীদ, নাঈম ও আব্দুস সামাদ, ফারেগ ছাত্র হাবীবুল্লাহ ও শহীদুল্লাহ গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।

সালাফী কনফারেন্স ২০২১-এর ২য় দিন বাদ ফজর উমায়ের-এর কুরআন তেলাওয়ত, সাজেদুর-এর ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে সকালের অধিবেশন শুরু হয়। দারসে কুরআন পেশ করেন প্রফেসর মুখতার আহমাদ। এরপর সকলের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব চলে। এ পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক মাদানী এবং ফৎওয়া প্রদান করেন সাঈদুর রহমান রিয়াদী, আব্দুল আলীম বিন কাওছার মাদানী ও আব্দুল বারী বিন সোলায়মান। তারপর অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠত হয়। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের ছাত্র-ছাত্রীবৃন্দ পৃথক দু’টি নাটিকা মঞ্চস্থ করে। জুম‘আর খুৎবা পেশ ও ইমামতী করেন মাননীয় কনফারেন্স সভাপতি শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। বাদ জুম‘আ থেকে আছর পর্যন্ত বিরতি থাকে।

২য় দিন বাদ আছর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কনফারেন্সের কার্যক্রম পুনরায় শুরু হয়। কুরআন তেলাওয়াত করে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ-এর ৭ম শ্রেণির ছাত্র ত্বহা আর ইসলামী সংগীত পরিবেশন করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র যিকরুর রহমান। এদিন পূর্বনির্ধারিত বিষয়বস্তুসমূহের উপর বক্তব্য পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া, ড. মুহাম্মাদ মানযূরে ইলাহী, ড. মুহাম্মাদ সাইফুল্লাহ, ড. ইমাম হোসাইন, ড. রেজাউল করীম মাদানী, মুহাম্মাদ মুস্তফা কামাল, শায়খ মুস্তাফীযুর রহমান মাদানী, শায়খ আব্দুল আলীম বিন কাওছার মাদানী, শায়খ আযহারুল ইসলাম নোমানী, আহমাদুল্লাহ সৈয়দপুরী ও শায়খ তারেক হাসান বিন বেনজীর মাদানী প্রমুখ। আরো বক্তব্য পেশ করেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর ছাত্রগণের মধ্যে থেকে সিয়াম (৭ম), ইকরাম (ছানাবিয়্যাহ, ২য় বর্ষ), আব্দুল্লাহ রাসেল (ফারেগ), মুসলেহুদ্দীন (ফারেগ)।

সালাফী কনফরেন্স-২০২১, বিভিন্ন পর্যায়ে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুহাম্মাদ মুস্তফা কামাল, শায়খ আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী, ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর, আব্দুল বারী বিন সোলায়মান ও আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক প্রমুখ।

বিদায়ী ভাষণ : কনফারেন্সে আগত দ্বীনী ভাইদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বিদায়ী ভাষণ প্রদান করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। তিনি সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন ও সুস্বাস্থ্য কামনা করে নিজ নিজ গন্তব্যে ছহীহ-সালামতে পৌঁছার জন্য প্রতিপালকের নিকট প্রার্থনা করেন এবং বৈঠক শেষের দু‘আ পাঠের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

Magazine