কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

দেশে মাসে গড়ে ৩৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করেন

২০২২ সালে দেশে মোট ৫৩২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মধ্যে স্কুল ও সমমান পর্যায়ের শিক্ষার্থী রয়েছে ৩৪০ জন। কলেজ ও সমমান পর্যায়ে ১০৬ জন এবং বিশ্ববিদ্যালয়ের ৮৬ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে নারী শিক্ষার্থী ৩২০ জন এবং পুরুষ শিক্ষার্থী ২১২ জন। আত্মহত্যার শীর্ষে রয়েছে নারী শিক্ষার্থী। এর মধ্যে গড়ে প্রতি মাসে ৩৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আঁচল ফাউন্ডেশন এর প্রকাশিত ওই সমীক্ষায় এসব তথ্য জানানো হয়। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের ভিত্তিতে এ সমীক্ষা প্রতিবেদন তৈরি করা হয়। সমীক্ষার তথ্যে দেখা গেছে, এর মধ্যে ১৩ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা বেশি আত্মহত্যা করেছে। এর মধ্যে নারী ৬৫.৯৩ শতাংশ ও পুরুষ ৩৪.০৭ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের মানিয়ে নিতে প্রতিকূল পরিবেশের মুখোমুখি হতে হয় বলে এ বয়সে আত্মহত্যার প্রবণতা বেশি। দেশের মোট আটটি বিভাগে আত্মহত্যা করা স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে সর্বাধিক ঢাকা বিভাগে (২৩.৭৭ শতাংশ)। সবচেয়ে কম সিলেট বিভাগে (৪.৪৮ শতাংশ)। সমীক্ষা প্রতিবেদনের মাসভিত্তিক তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে গত বছর গড়ে প্রতি মাসে ৩৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মান-অভিমান শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আত্মহত্যাপ্রবণ করে তোলে। ২৭.৩৬ শতাংশ স্কুল ও কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে অভিমান করে। তাদের বড় একটি অংশ অভিমান করেছে পরিবারের সদস্যদের সঙ্গে। অন্য কারণগুলোর মধ্যে রয়েছে প্রেমঘটিত ২৩.৩২ শতাংশ, পারিবারিক কলহ ৩.১৪ শতাংশ, হতাশাগ্রস্ততা ২.০১ শতাংশ, মানসিক সমস্যা ১.৭৯ শতাংশ, আর্থিক সমস্যা ১.৭৯ শতাংশ। এছাড়া উত্ত্যক্ত, ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছে ৩.১৩ শতাংশ শিক্ষার্থী।


Magazine