কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফিলিস্তীন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের চারটি দেশ

post title will place here

ফিলিস্তীন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত হলো ইউরোপের বেশ কয়েকটি দেশ। স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার নেতারা সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। গত মাসে ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একথা জানিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, চারটি দেশের নেতারা একমত হয়েছেন ফিলিস্তীনে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। চার নেতা স্বাধীন ফিলিস্তীনকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। ইউরোপীয় নেতা মনে করছেন, এই পদক্ষেপের ফলে ইসরাঈল এবং ফিলিস্তীনি রাষ্ট্র পাশাপাশি শান্তি ও নিরাপদে অবস্থান করবে।

Magazine