রামাযান মাস ঘিরে বাংলাদেশের বাজারে মুনাফা লোটার প্রতিযোগিতা দেখা গেলেও মধ্যপ্রাচ্যে দেখা যায় ঠিক তার উল্টো চিত্র। সুপার মার্কেট, চেইন শপ থেকে শুরু করে ছোট ছোট দোকানেও দেওয়া হয়েছে বিপুল মূল্যছাড়। ফলে খাদ্যপণ্য থেকে শুরু করে পোশাক, গৃহস্থালির সব ধরনের পণ্যই ভোক্তা কম মূল্যে কিনতে পারে এ মাসে। এ বছর রামাযান উপলক্ষ্যে ৯০০-এর বেশি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এ পণ্যগুলো বিশেষ মূল্যছাড়ে বিক্রি চলবে রামাযান শেষ হওয়া পর্যন্ত। রামাযান উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের (UAE) অর্থ মন্ত্রণালয় ৫ হাজার খাদ্যপণ্যে ২৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। ইউএইর পাঁচটি সুপার মার্কেট ও হাইপার মার্কেট রামাযান উপলক্ষ্যে ১০ হাজারের বেশি খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। সেখানে এক ধরনের প্রতিযোগিতা চলে, কে ভোক্তাকে কত সুবিধা দিতে পারল। রামাযান উপলক্ষ্যে বাহরাইনেও বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তারা প্রায় ২০০-এর অধিক খাদ্যপণ্যে ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে। সঊদী আরবের বিভিন্ন প্রতিষ্ঠানও এ বছর রামাযানের আবশ্যকীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। মূল্যস্ফীতির চাপে থাকা অন্যতম আরব দেশ মিসরেও রামাযানে দরিদ্র মানুষকে সুবিধা দিতে দেশটির সরকার চালু করেছে ‘আহলান রামাযান’ মার্কেট। যেখানে গোশত, আটা, ময়দা ইত্যাদি আবশ্যকীয় খাদ্যপণ্যে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।