কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সালাফী কনফারেন্স-২০২২

post title will place here

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী, ২২ ও ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার ও শুক্রবার : আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ‘সালাফী কনফারেন্স-২০২২’ বিভাগীয় শহর রাজশাহীর পবা থানার অন্তর্গত ডাঙ্গীপাড়ায় অবস্থিত আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহর সুবিশাল মাঠে সফলভাবে অনুষ্ঠিত হয়। ফালিল্লাহিল হামদ। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬ষ্ঠ বার্ষিক সালাফী কনফারেন্সে বিপুল সংখ্যক ইসলাম প্রিয় মানুষ দলে দলে উপস্থিত হন। পার্শ্ববর্তী ও দূরবর্তী বিভিন্ন জেলা থেকে বিমান, বাস, মাইক্রো-বাস, ট্রেন ইত্যাদি যোগে দ্বীনদরদী মুসলিম ভাই-বোনেরা কনফারেন্সে উপস্থিত হন।

১ম দিন বাদ আছর আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, রাজশাহী-এর হিফয বিভাগের ছাত্র সালিম আহমেদ-এর কুরআন তেলাওয়াত ও তার সাথীদের বাংলা ও ইংরেজি অনুবাদের মাধ্যমে কনফারেন্সের কার্যক্রম শুরু হয়। ইসলামী সংগীত পরিবেশন করে নূরানী বিভাগের ছাত্র জাবির ও তার দল। যথারীতি উদ্বোধনী ভাষণ পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ হাফিযাহুল্লাহ

সালাফী কনফারেন্সে ১ম দিন পূর্বনির্ধারিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, শায়খ মোস্তফা মাদানী, ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া, আখতারুল আমান মাদানী, ড. মুহাম্মাদ সাইফুল্লাহ, ড. মুহাম্মাদ মানযূরে ইলাহী, শায়খ ড. ইমাম হুসাইন, ড. রেজাউল করীম মাদানী, আখতারুজ্জামান বিন মতিউর রহমান, মাহবূবুর রহমান মাদানী, আব্দুর রহমান আল-কারামী প্রমুখ।

অনলাইন লাইভে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন পাকিস্তানের ‘কুরআন ও সুন্নাহ আন্দোলন’-এর চেয়ারম্যান এবং পাকিস্তানের প্রখ্যাত আহলেহাদীছ মুনাযির ও বাগ্মী আল্লামা ইহসান ইলাহী যহীর হাফিযাহুল্লাহ-এর সুযোগ্য সন্তান আল্লামা ইবতিসাম ইলাহী যহীর হাফিযাহুল্লাহ। তিনি উর্দূ ভাষায় বক্তব্য পেশ করেন এবং তার বক্তব্য ভাষান্তর করেন শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক।

প্রথম দিন বাদ এশা আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর বালক শাখার ছাত্ররা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়। উক্ত উনুষ্ঠানে ছাত্রদের শিক্ষণীয়, মননশীল ও সুস্থ ধারার বিনোদনে উপস্থিত শ্রোতামণ্ডলী মুগ্ধ হন।

সালাফী কনফারেন্স ২০২২-এর ২য় দিন বাদ ফজর হিফয বিভাগের ছাত্র নাবিল আহমাদ-এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকালের অধিবেশন শুরু হয়। দারসে কুরআন পেশ করেন শায়খ আব্দুর নূর মাদানী। এরপর চলে সকলের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল বারী বিন সোলায়মান এবং ফৎওয়া প্রদান করেন আব্দুর নূর মাদানী, আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী ও সাইদুর রহমান রিয়াদী। তারপর আদ-দাওয়াহ ইলাল্লহ-এর দাওয়াতী সমাবেশ ও মাসিক আল-ইতিছাম এজেন্ট সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল পরিমাণ দাঈ; মাসিক আল-ইতিছামের গ্রাহক ও এজেন্ট অংশগ্রহণ করেন। জুম‘আর খুৎবা পেশ ও ইমামতি করেন কনফারেন্স এর সভাপতি শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।

২য় দিন বাদ আছর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কনফারেন্সের কার্যক্রম পুনরায় শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী-এর হিফয বিভাগের ছাত্র সাজিদ আহমাদ আর ইসলামী সংগীত পরিবেশন করেন ৭ম শ্রেণির ছাত্র আদনান। এদিন পূর্বনির্ধারিত বিষয়বস্তুর উপর বক্তব্য পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, শায়খ আব্দুল খালেক সালাফী, শায়খ আকরামুযযামান বিন আব্দুস সালাম, শায়খ ড. লোকমান হোসাইন, ড. আব্দুল বাসীর, শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, শায়খ নজরুল ইসলাম সালাফী, শায়খ আব্দুর রহমান সালাফী, সাইদুর রহমান রিয়াদী, আব্দুল বারী বিন সোলায়মান, গোলাম রব্বানী, আব্দুল কাদের মাদানী (ভারত), হাসান আল বান্নাহ মাদানী (ভারত) প্রমুখ।

এছাড়াও সম্মানিত অতিথির বক্তব্য পেশ করেন ভারতের বিখ্যাত জামি‘আহ সালাফিয়্যাহ, বানারাসের সাবেক মুহাদ্দিছ ও বর্তমান আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়ার সিনিয়র মুহাদ্দিছ শায়খ ইউসুফ মাদানী t। তিনি উর্দূ ভাষায় বক্তব্য পেশ করেন এবং তার বক্তব্য ভাষান্তর করেন শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক।

কনফারেন্সের ২য় দিন জামি‘আহর বালিকা শাখার ছাত্রীদের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বাংলা, আরবী ও ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ও সাবলীল পরিবেশনা উপস্থিত শ্রোতামণ্ডলীকে চমৎকৃত করে। শ্রোতারা মুগ্ধ উপভোগ করেন তাদের পরিবেশনা। এরপর জামি‘আহর হিফয বিভাগ থেকে হিফয ও দাওরায়ে হাদীছ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী ও প্রীতি উপহার প্রদান করা হয়।

সালাফী কনফরেন্স-২০২২-এ বিভিন্ন পর্যায়ে সঞ্চালকের দায়িত্ব পালন করেন শায়খ আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী, আব্দুল বারী বিন সোলায়মান, আখতারুজ্জামান বিন মতীউর রহমান, আব্দুল্লাহ আল-মাহমুদ প্রমুখ।

সমাপনী ভাষণ : কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দ্বীনী ভাইদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সমাপনী ভাষণ প্রদান করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। তিনি আগত সকল শ্রোতামণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। উপস্থিত শ্রোতামণ্ডলী, দেশ ও জাতির জন্য প্রতিপালকের নিকট প্রার্থনা করে এবং বৈঠক শেষের দু‘আ পাঠের মাধ্যমে ৬ষ্ঠ বার্ষিক সালাফী কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

Magazine