কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গাজায় ইসরাঈলী হামলায় নিহত প্রায় অর্ধশত

গাজা উপত্যকায় ইসরাঈলের হামলায় প্রায় ৪৭ জন নিহত হয়েছেন। ফিলিস্তীনী স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। নিহতদের মধ্যে ১৬ শিশু, ৪ নারী এবং জিহাদ গ্রুপ বা পিআইজের নেতা খালেদ মানছূর ও তাইসীর জাবারী-সহ গোষ্ঠীর আরো বেশ কয়েকজন সদস্য রয়েছেন। ইসরাঈল বলছে, ফিলিস্তীন চার শতাধিক রকেট ও মর্টার নিক্ষেপ করেছে। তাদের দাবি পিআইজের তাৎক্ষণিক হুমকির কারণে তারা এই অভিযান শুরু করেছে। ২০২১ সালের মে মাসে ১১ দিন ধরে চলা সংঘর্ষের পর এটিই ইসরাঈল এবং গাজার মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাত। ওই বছর দুই শতাধিক ফিলিস্তীনী এবং ১২ জনের মতো ইসরাঈলী নিহত হয়েছিলেন। ইসরাঈল তার এই চলমান অভিযানের নাম দিয়েছে ব্রেকিং ডন। তারা গাজায় বিমান হামলার পাশাপাশি, অধিকৃত পশ্চিম তীরে অভিযানে পিআইজের ১৯ জন সদস্যকে গ্রেফতার করেছে। ইসরাঈলী প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইসলামিক জিহাদের প্রায় ৩০টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। যার মধ্যে রয়েছে দুটি অস্ত্রাগার এবং ছয়টি রকেট তৈরির কারখানা। ফিলিস্তীনী স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই হামলায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

Magazine