কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মানুষের মগজে বসানো হবে মেমোরি চিপ

মেমোরি কার্ড আবিষ্কারের পর বিশ্বে নতুন উচ্চতায় ওঠে প্রযুক্তি। মোবাইলসহ বিভিন্ন যন্ত্রে এই কার্ড যুক্ত করে তথ্য সংরক্ষণ করা হয়। এবার মানুষের মস্তিষ্কে সেই কার্ড বসানো হবে। স্পেসএক্সের মালিক ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরোটেক স্টার্টআপ নিউরালিঙ্ক এই উদ্যোগ নিচ্ছে। এরই মধ্যে ইঁদুর ও বানরের ওপর এই গবেষণার সফল প্রয়োগ ঘটিয়েছে নিউরালিঙ্ক। ব্রেন চিপটি স্থাপনের পর বানর মন দিয়ে ভিডিয়ো গেমস খেলতে পারছে, এমন একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। এবার মানুষের ওপর পরীক্ষা চালাবে সংস্থাটি। নিউরাল লেস তৈরি করা গেলে তা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত হতে পারবে মানুষ। প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিরা বা যারা স্মৃতি হারিয়ে ফেলার মতো ভয়ংকর সমস্যার মধ্য দিয়ে গেছেন, মূলত তাদের কথা চিন্তা করেই এই ভাবনা। নিউরালিঙ্ক ডিভাইসটি একটি ছোট্ট কয়েনের আকারের এবং এটি খুব সহজেই মাথার ভেতরে স্থাপন করা যেতে পারে। এর মাধ্যমে প্রথমে মস্তিষ্কের ব্যাধি এবং রোগে আক্রান্তদের নিরাময় দেওয়ার চেষ্টা করা হবে। সংস্থাটি দাবি করছে, এই প্রয়োগ সফল হলে পক্ষাঘাত, শ্রবণশক্তি ও অন্ধত্বের সমস্যা দূর করা সম্ভব হবে। একই সঙ্গে ডিভাইসের মাধ্যমে সংরক্ষণ করা যাবে মানুষের স্মৃতি। এটি দিয়ে মস্তিষ্কের সঙ্গে সরাসরি কম্পিউটারকে সংযোগ করা যাবে।


Magazine