কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আন্তর্জাতিক বিশ্ব : ৩০বছরে স্পেনে মুসলিমদের সংখ্যা বেড়েছে ১০গুণ

post title will place here

স্পেনে গত ৩০ বছরে মুসলিম জনসংখ্যা ১০ গুণ বেড়েছে। স্পেনের ইসলামিক কমিশনের সেক্রেটারি মুহাম্মাদ আজনা জানিয়েছেন, স্পেনে বসবাসকারী মুসলিম জনসংখ্যা গত ৩০ বছরে ১০ গুণ বেড়ে তা ২৫ লক্ষ ছাড়িয়েছে। প্রায় ৩০ লক্ষ মুসলিম বসবাস করে স্পেনে। আগে স্পেনের মুসলিম জনসংখ্যাকে পুরোপুরি অভিবাসী হিসেবে দেখা হতো। বর্তমানে স্পেনের নাগরিকদের মধ্যে মুসলিম জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ স্থান আছে। তাদের মধ্যে ১০ লাখের বেশি মুসলিম স্পেনের নাগরিক রয়েছে। বর্তমানে স্পেনে ৫৩টি ইসলামিক ফেডারেশন রয়েছে, যারা মুসলিমদের প্রয়োজনীয় ধর্মীয় ও সামাজিক সেবা দিয়ে থাকে। তাদের তত্ত্বাবধানে প্রায় দুই হাজারের মতো মসজিদ আছে। বিপুলসংখ্যক জনগোষ্ঠী হলেও পুরো দেশে মাত্র ৪০টি কবরস্থান আছে। রামাযানের অনুষ্ঠানে স্থানীয় অমুসলিমদের আমন্ত্রণ জানানো হয়। কমিউনিটির সব সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ।


Magazine