কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সুঁইবিহীন ও ব্যথা মুক্ত ইনজেকশন আসছে

নেদারল্যান্ডের গবেষকরা সুচ ছাড়া ‘কার্যত বেদনাহীন’ ইনজেকশন তৈরি করেছেন। তারা আশা করছেন, যুগান্তকারী এই আবিষ্কার ইনজেকশন ভীতি লাঘব করবে এবং টিকা নিতে সবাইকে উৎসাহিত করবে। ‘বাবল গান’ নামের এই ইনজেকশন আবিষ্কার করেছেন টুয়েন্টি ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা। এর মাধ্যমে আরও অল্প সময়ে টিকা দেওয়া হয়ে যাবে। মশার কামড়ের চেয়ে কম ব্যথা লাগবে। কারণ এ প্রক্রিয়া ত্বকের নিচে থাকা নার্ভকে স্পর্শই করবে না। বাণিজ্যিকভাবে এটি বাজারে আসতে তিন বছর সময় লাগতে পারে। এর আগে সম্পন্ন হবে আরো পরীক্ষানিরীক্ষা এবং অনুমোদনের প্রক্রিয়া। লেজার প্রযুক্তি ব্যবহার করে ত্বকের উপরে থাকা ছিদ্রে চাপ দিয়ে, নির্ধারিত পরিমাণ তরল শরীরে প্রবেশ করানো হবে। বাবল গানে টিকা দেওয়ার মাধ্যমে সুঁইভীতি দূর, সুঁই থেকে ছড়ানো সংক্রমণরোধ, ত্বকের নিচের উপরিভাগে পুশ করায় রোগপ্রতিরোধ ক্ষমতা ভালোভাবে কাজ করবে।


Magazine