গাজা যুদ্ধ শুরু হবার পর ব্রিটেন ইসরাঈলে অস্ত্র রপ্তানির লাইসেন্স দিয়েছে ১০৮টি। এসব লাইসেন্সের মধ্যে ৩৭টি সামরিক অস্ত্র সরঞ্জাম ও ৬৩টি বেসামরিক। এসব অস্ত্র রপ্তানির লাইসেন্স দেওয়া হয়েছে গত বছরের অক্টোবর থেকে এ বছরের মে মাসের মধ্যে। ব্রিটেন থেকে ইসরাঈলে অস্ত্র রপ্তানি হচ্ছে ৩৪৫টি লাইসেন্সের মাধ্যমে। অস্ত্র ছাড়াও টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি রপ্তানি হচ্ছে ইসরাঈলে। ব্রিটেনের বাণিজ্য বিভাগ বলেছে ব্যতিক্রম পরিস্থিতিতে সংসদীয় ও জনস্বার্থেই দেশটি ইসরাঈলে অস্ত্র রপ্তানির জন্য এসব লাইসেন্স অনুমোদন দিয়েছে। এছাড়া ইসরাঈলে অস্ত্র রপ্তানির জন্যে আরো ১৮৫টি লাইসেন্স অনুমোদনের অপেক্ষায় আছে। ২০২২ সালে ইসরাঈলে ব্রিটেন ৪২ মিলিয়ন পাউন্ডের অস্ত্র রপ্তানি করে। ২০০৮ থেকে ৫৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের অস্ত্র রপ্তানি করা হয়েছে ইসরাঈলে। ইসরাঈলে রপ্তানি করা ব্রিটিশ অস্ত্রের মধ্যে রয়েছে এক্সপ্লোসিভ ডিভাইস, এ্যাসাল্ট রাইফেল, সামরিক বিমান। বিশ্বে ব্রিটিশ অস্ত্র রপ্তানির শূন্য দশমিক ৪ শতাংশ অস্ত্র রপ্তানি হচ্ছে ইসরাঈলে।