কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

৫০ বছরের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

post title will place here

আগামী ২০৭০ সালে অনুসারীর সংখ্যার দিক থেকে বিশ্বের অন্য সব ধর্মকে ছাড়িয়ে যাবে ইসলাম ধর্ম৷ অর্থাৎ এখন থেকে ৫৩ বছর পর বিশ্বে সংখ্যাগরিষ্ঠ হবে মুসলিম উম্মাহ৷ যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টার (Pew Research Center) তাদের এক গবেষণা প্রতিবেদনে বলেছে, ২০১০ সালের হিসাব অনুসারে গোটা বিশ্বে খ্রিষ্ট ধর্মের অনুসারী ছিল মোট ২১৭ কোটি। অনুসারীর সংখ্যার দিক থেকে এর পরই ছিল ইসলাম ধর্ম। ওই সময় বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী ছিল মোট ১৬০ কোটি৷ তবে আগামী ৫ দশক পর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের পেছনে ফেলে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি হবে মুসলিমরা৷ এর প্রধান কারণ হলো সারা বিশ্বে মুসলিমদের জন্মহার বেশি। বর্তমানে মুসলিমদের মধ্যে জন্মহার ৩ দশমিক ১ শতাংশ। অপরদিকে, খ্রিষ্টানদের জন্মহার ২ দশমিক ৭ শতাংশ৷ বর্তমানে তরুণ অনুসারীর দিক থেকে অন্য সব ধর্মের তুলনায় এগিয়ে রয়েছে ইসলাম ধর্ম। বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশের বয়স ১৫ বছরের নিচে৷ আবার ইসলাম ধর্মের ৩৪ শতাংশ অনুসারীর বয়স ১৫ বছরের কম৷ অর্থাৎ আগামী দিনগুলোতে অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় ইসলাম ধর্মের অনুসারীদের সন্তান জন্ম দেওয়ার সুযোগ বেশি থাকবে। গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী নাস্তিকের সংখ্যাও অনেক কমে যাবে৷ বর্তমান সময়ে বিশ্বের মোট জনসংখ্যার ১৬ দশমিক ৪ শতাংশ নাস্তিক রয়েছে। আগামী ২০৫০ সালে তা কমে দাঁড়াবে ১৩ দশমিক ২ শতাংশ৷ ২০১০ সাল থেকে ২০৫০ সাল পর্যন্ত সময়ে গোটা বিশ্বে ৩৭ শতাংশ বৃদ্ধি পাবে খ্রিষ্ট ধর্মের অনুসারী। তবে একই সময়ে ইসলাম ধর্মের অনুসারী বাড়বে ৭৩ শতাংশ৷ সেই পরিসংখ্যানেই আগামী ২০৭০ নাগাদ বিশ্বে সবচেয়ে বড় ধর্ম হয়ে দাঁড়াবে ইসলাম।

Magazine