বর্তমানে সাধারণত ক্যান্সারের চিকিৎসায় লম্বা সময় ব্যয় হয়। তবে ইংল্যান্ডের বিজ্ঞানীরা এমন একটি টিকা আবিষ্কার করেছেন যা দিয়ে মাত্র ৭ মিনিট ব্যয় করে ক্যান্সারের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ (NHS) এই টিকার ব্যবহার শুরু করতে যাচ্ছে। বিশ্বে প্রথমবারের মতো ইংল্যান্ডই এই টিকা চালু করতে যাচ্ছে। এনএইচএস আশা করছে, এই টিকার মাধ্যমে বছরে শত শত রোগীর চিকিৎসা করা সম্ভব হবে এবং ক্যান্সারের চিকিৎসার সময় তিন-চতুর্থাংশ কমিয়ে আনা যাবে। নতুন এই টিকা আবিষ্কারের ফলে ক্যান্সার চিকিৎসায় এখন আর খুব বেশি সময় লাগবে না, রোগীদের খুব বেশি কষ্টও হবে না। সাধারণ শিরার মাধ্যমে অ্যাটেজোলিজুমাব গ্রহণের প্রক্রিয়ায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা সময় লাগে কিন্তু এই টিকায় সেই সময় মাত্র ৭ মিনিটে নামিয়ে আনা সম্ভব হবে।