জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ইসরাঈলকে নিন্দা জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছে ইউরোপ, আফ্রিকার দেশগুলোসহ বিশ্বের ১০৪টি দেশ। তবে সেই চিঠিতে স্বাক্ষর করেনি ভারত। প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসের শুরুতে জাতিসংঘ মহাসচিবের ইসরাঈলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাঈলি কর্তৃপক্ষ। এতে ইসরাঈলের সমালোচনায় সরব হয়ে ওঠে গোটা বিশ্ব। ইসরাঈলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে চিলির উদ্যোগে একটি চিঠি লেখা হয়। জাতিসংঘে প্রচারিত ওই চিঠিতে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী বেশিরভাগ দেশ, সেই সঙ্গে পশ্চিম এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার দেশগুলো স্বাক্ষর করলেও ভারত করেনি।