কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ইসলামোফোবিয়া ছড়াতে ১০ কোটি ডলার অর্থায়ন!

আমেরিকাসহ গোটা পশ্চিমা বিশ্বে ইসলামোফোবিয়া বিস্তারের কথা সকলের জানা। তবে যেটা অজানা ছিল, তা হলো ইসলামোফোবিয়া প্রচারের জন্য মুসলিম বিদ্বেষী দলগুলোর কোটি কোটি ডলার অর্থায়ন। আমেরিকায় মুসলিমদের সমর্থন ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা সবচেয়ে বড় সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (CAIR) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আমেরিকায় ইসলামভীতি ছড়াতে ১০৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হয়েছে। ‘মূলধারায় ইসলামভীতি’ নামের প্রতিবেদনে আমেরিকান-ইসলামিক রিলেশন্স (CAIR) বলেছে, ২৬টি মুসলিম বিদ্বেষী সংগঠনকে অর্থ দিয়েছে ৩৫টি দাতব্য প্রতিষ্ঠান ও ফাউন্ডেশন। তারা সব মিলিয়ে ১০৬ মিলিয়ন মার্কিন ডলার বা ১০ কোটি ডলার অর্থায়ন করেছে ইসলামবিরোধী কর্মকাণ্ডে। ক্রিশ্চিয়ান অ্যাডভোকেটস ইভাঞ্জেলিসম ইনকর্পোরেট, ফিডেলিটি চ্যারিটেবল গিফট ফান্ড, শোয়াব চ্যারিটেবল ফান্ড, মার্কাস ফাউন্ডেশন, অ্যাডেলসন ফ্যামিলি ফাউন্ডেশন ও জিউস কম্যুনাল ফান্ড হলো সবচেয়ে বড় ছয়টি তহবিল সংস্থা, যারা আমেরিকার বুকে থাকা ইসলামবিরোধী সংগঠন ও চক্রগুলোকে অর্থ দিয়ে সাহায্য করে থাকে। এসব ইসলামবিরোধী সংগঠন ও চক্রগুলো মার্কিন মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ায়। তারা সোশ্যাল মিডিয়া ও মূল ধারার মিডিয়া দিয়ে ইসলামোফোবিক প্রোপাগাণ্ডা জারি রাখে। এছাড়া জনসমাবেশে ভাষণ দেওয়াসহ বিভিন্ন উপায়ে ইসলামবিদ্বেষ ছড়ায় তারা।


Magazine