পূর্ব ইউরোপে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়ায় প্রায় আড়াই কোটি মুসলিম বসবাস করে। এত দিন পর্যন্ত সেখানে অনেক ইসলামী আর্থিক প্রতিষ্ঠান থাকলেও কোনো ইসলামী ব্যাংক ছিল না। প্রথমবারের মতো দেশটি দুই বছরের জন্য পরীক্ষামূলক ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামী ব্যাংক বিষয়ক একটি আইনে স্বাক্ষর করেন। পরীক্ষামূলক কার্যক্রমটি দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ চারটি প্রজাতন্ত্রে চালু করা হবে। তা হলো তাতারস্তান, বাশকোর্তোস্তান, চেচনিয়া ও দাগেস্তান। আগ থেকেই এসব এলাকায় ইসলামী লেনদেন বেশি হয়ে থাকে। এখানে সফল হলে এর কার্যক্রম দেশের বাকি অঞ্চলে চালু করার পরিকল্পনা রয়েছে। ইসলামী ব্যাংকের কার্যক্রম শরীআহর নির্দেশনায় পরিচালিত হয়। ইসলামী আইনে সূদী কারবার করা নিষিদ্ধ এবং সূদ চার্জকে হারাম বিবেচনা করা হয়। জানা গেছে, ইসলামিক ব্যাংকিংয়ে ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধির হার ৪০ শতাংশ রয়েছে। ২০২৫ সালের মধ্যে তা ৭.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছার আশা করা হচ্ছে। মূলত, ২০০৮ সালে আর্থিক সংকটের মুখোমুখি হওয়ার পর থেকে রাশিয়ায় ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালুর বিষয়টি আলোচনায় আসে।