গত বছরের ডিসেম্বর থেকে ২০২৩-এর জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হয়েছে সঊদী আরবে। আর এ বৃষ্টির কারণে দেশটির পূর্বাঞ্চলের মরুভূমির ধূসর পাহাড়গুলোতে সবুজের সমারোহ দেখা দিয়েছে। সবুজ গাছ, ঘাস ও লতাপাতায় ছেয়ে যাওয়া পাহাড়গুলোর দৃশ্য স্পষ্ট দেখা গেছে নাসার স্যাটেলাইট থেকে। সঊদী আরবের পূর্বাঞ্চলে অবস্থিত দুই পবিত্র নগরী মক্কা এবং মদীনা। মক্কায় অবস্থিত পবিত্র কা‘বা ও এর আশপাশে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টির প্রভাবে মরুভূমির পাহাড়ে সবুজ গাছপালা বেড়ে উঠছে। ২০২১ সালের শেষ দিকেও বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু ২০২২ সালের শেষ দিকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা অন্য বছরের তুলনায় বেশি ছিল বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘আরাবিয়া ওয়েদার’। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, মক্কা, মদীনা এবং জেদ্দাসহ সঊদীর বড় একটি অংশেই সবুজের মাত্রা বেড়েছে। আবহাওয়া বিভাগ জানায়, সঊদীর পশ্চিমাংশের বড় একটি এলাকায় সবুজ ঘাসের দেখা পাওয়া গেছে। মক্কা অঞ্চলের পাহাড়গুলো সবুজ রঙে ছেয়ে গেছে। এটি সঊদীর মতো মরুভূমির দেশের জন্য বিরল দৃশ্য বলা যায়। বৃষ্টির কারণে মক্কা ছাড়াও লাইথ, তায়েফ এবং জেদ্দা অঞ্চলও সবুজ হয়ে উঠেছে। সবুজ ঘাসের মধ্যে উটের পাল ঘুরে বেড়াতে দেখা গেছে। সঊদীর নাগরিকরা মরুর বুকে সবুজ প্রকৃতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। নতুন প্রকৃতির সংরক্ষণের ইচ্ছাও রয়েছে তাদের মনে।